স্টাফ রিপোর্টার : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধ কর্মসূচিতে বিভিন্ন হামলার ঘটনাকে পশুর কাজ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাজধানীর খামার বাড়ি এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় আহত ছাত্রীদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চোরাগোপ্তা হামলা পশুদের কাজ। বিএনপি যেটা করছে সেটা ন্যাক্কারজনক কাজ। তারা (বিএনপি) অন্ধকারে হামলা করছে। সাহস থাকলে সামনে এসে হামলা করুক।

কৃষিমন্ত্রী আরো বলেন, তবে আমরা এ্যাকটিভ আছি, এ্যাকটিভ আছি বলে বিশ্ব ইজতেমায় কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, রবিবার রাজধানীর তেজগাঁও এলাকার মনিপুরিপাড়া সংলগ্ন খেজুরবাগান এলাকায় যাত্রাবাহী একটি বাসে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইডেন কলেজের দুই ছাত্রী দগ্ধসহ ৩ জন আহত হয়েছেন। রবিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত ছাত্রীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছ।

(ওএস/এএস/জানুয়ারি ১৮, ২০১৫)