নওগাঁ প্রতনিধি:বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের পাশাপাশি রাজশাহী বিভাগের ডাকা হরতাল সমর্থকরা সকালে নওগাঁ ব্রিজের ওপর আগুন জ্বালিয়ে বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে।
সেই সঙ্গে নিয়ামতপুরে হরতালের সমর্থনে সমাবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়। বাধা না শুনলে পুলিশ মৃদু লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

রবিবার হরতালের সমর্থনে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শহরের লিটন ব্রীজের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।

এদিকে, বিএনপির নেতাকর্মীরা শহরের বাইপাস মোড়ে কয়েকটি ট্রাক ভাংচুর করতে থাকলে পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

সকাল থেকেই পিকেটাররা রাস্তায় চলাচলকারী রিক্সা-ভ্যানসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে সাধারন খেটে খাওয়া মানুষগুলোর সীমাহীন দুর্ভোগ বাড়ে। শহরের বিভিন্ন রাস্তায় হরতাল সমর্থনে জামায়াত-বিএনপি খন্ড খন্ড মিছিল করে।

অপরদিকে, নিয়ামতপুর থানা ২০ দলীয় জোটের আহবায়ক ও ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, নিয়ামতপুরে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ করতে লাগলে হঠাৎ করে পুলিশ সমাবেশের ওপর লাঠিচার্জ করে।

লাঠিচার্জে উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুন্নবী নূহ (৪৫), পারইল ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ (৩০) ও ভাবিচা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি সামাদ হোসেন (৩২) আহত হয়। জনসাধারনের নিরাপত্তার জন্য জেলা ও উপজেলা সদরে প্রয়োজনীয় পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে।

(বিএম/এসসি/জানুয়ারি১৮,২০১৫)