বগুড়া প্রতিনিধি: রোববার সন্ধ্যা ৬টা দিকে বগুড়া শাজাহানপুর উপজেলার নয়মাইল স্ট্যান্ডে পন্যবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো কমপক্ষে ৬জন।

আহত ৪ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত ছোটন (২৫) বগুড়া শাজাহানপুর উপজেলার মাদলা চাচাইতারা খালপাড় গ্রামের রহিম বাদশার ছেলে।

আহতদের পরিচয় নিশ্চিৎ হওয়া যায় নাই, তবে সবাই স্যালো মেশিন চালিত ভুটভুটি যোগে বগুড়া শেরপুর উপজেলার টুনিপাড়া গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। একই সাথে সিএনজি চালিত একটি থ্রী-হুইলার, স্যালো মেশিন চালিত ভুটভুটি এবং ২টি ট্রাকের সংঘর্ষে দূর্ঘটনাটি ঘটে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানা যায়, হাসপাতালে এখন পর্যন্ত ৪ জনকে পাওয়া গেছে। তাদের অবস্থা আশংকা জনক। ওপারেশন থিয়েটারে চিকিৎসা চলছে। সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।আহতদের মধ্যে একজনের পায়ের হাঁটুর নিচে থেকে বিচ্ছিন্ন হয়েছিল।

স্থানীয়রা জানান, নয়মাইল হাটে মহাসড়কের উপরে বগুড়া গামী একটি সিএনজি চালিত থ্রী-হুইলারের সাথে ভুটভুটির প্রথম সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে দ্রুত গতিতে ছুটে আসা পন্য বোঝাই ঢাকা গামী ট্রাক (যশোর ড ১১-০৯০৯) ভুট ভুটিকে ধাক্কা মারে। এতে যাত্রীরা সবাই ছিটকে পরে এবং একই দিক থেকে ছুটে আসা আরেকটি দ্রুত গামী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৯৫১১) ছোটনকে পৃষ্ঠ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাজাহানপুর থানার এসআই তাজমিনুর জানান, ছোটন নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। লোকমুখে ৬জন আহতের সংবাদ পাওয়া গেছে সবাই বিয়ের যাত্রী ছিল। ট্রাক ২টি, সিএনজি এবং ভুটভুটি পুলিশ হেফাজতে রয়েছে।

(এএসবি/এসসি/জানুয়ারি১৮,২০১৫)