গফরগাঁও (ময়মনসিংহ)প্রতিনিধি :ময়মনসিংহের গফরগাঁও-ন্ন্দাাইল সংযোগ সড়কের চরআলগীর পুরাতন ব্রহ্মপুত্র নদের দেওয়ানগঞ্জ ব্রিজের উপর গত শনিবার রাতে বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে সারারাত গণডাকাতির ঘটনা ঘটেছে।

এসময় ডাকাতদের হামলায় আহত হয়েছে সিএনজি চালক ফারুকসহ ৫ পথচারী। পরে পথচারীদের ডাকচিৎকারে ভোররাতে স্থানীয় জনতা এগিয়ে আসলে ডাকাতদল বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়।

জানা যায়, গফরগাঁও-নান্দাইল সংযোগ সড়কের চরমছলন্দ কালিবাড়ি পুরাতন ব্রহ্মপুত্র নদের দেওয়ানগঞ্জ ব্রিজের উপর ব্যারিকেড সৃষ্টি করে সশস্ত্র ডাকাতদল। পরে সংঘবদ্ধ ডাকাতদল রাত আনুমানিক ১১টা থেকে ভোররাত পর্যন্ত পথচারী ও বিভিন্ন যানবাহন আটকিয়ে গণডাকাতি করে।

ডাকাতের হামলায় আহত চরমছলন্দ কোনাপাড়া গ্রামের সিএনজি চালক ফারুক জানান, ভোর ৪টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী আন্তঃনগর যমুনা ট্রেন ধরার জন্য যাত্রী নিয়ে গফরগাঁও আসার পথে ডাকাতরা অস্ত্রের মুখে জি¤িম করে নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। পরে সশস্ত্র ডাকাতদল হাত-পা বেঁধে রেখে সিএনজি লুট করে নেয়। টংগী বিশ্ব এজতেমাগামী মুসুল্লী থেকে শুরু করে পথচারীরাও এ গণডাকাতির কবলে পড়ে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, সারা রাতে ডাকাতরা অস্ত্রের মূখে জিম্মি করে যানবাহন গাড়ি আটকিয়ে যাত্রীদের নামিয়ে হাত-পা বেঁেধ টাকা-পয়সা, মোবাইলসহ সবকিছু লুট করে নিয়ে যায়। পরে ভোররাতে পথচারীদের ডাকচিৎকারে জনতা এগিয়ে আসলে ডাকাতদল বেশ কয়েক রাইন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়।

এদিকে চরআলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম মাইন উদ্দিন অভিযোগ করে বলেন, এসড়কে প্রায় প্রতি রাতেই ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছেনা। এদিকে গত দুইদিন পূর্বেও গফরগাঁওয়ের বিশ্বরোড সালটিয়া-হাজীগঞ্জ সেতুতে গণডাকাতির ঘটনা ঘটেছে।

( আরআইকে/এসসি/জানুয়ারি১৮,২০১৫)