কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ায় টানা অবরোধের সর্মথনে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়।

রবিবার দুপুরে কুষ্টিয়া শহরে অবস্থিত জেলা বিএনপি কার্যালয় থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দিলে মিছিলটি পন্ড হয়ে যায়।

পরে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় এ ঘটনার তীব্র নিন্দা জানান জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রূমী ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বাবলু।

এদিকে নাশকতার আশংকায় অবরোধের যে কোন ধরনের নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

(কেকে/এসসি/জানুয়ারি১৮,২০১৫)