সাতক্ষীরা প্রতিনিধি : নিজ দায়িত্বে গাজা রাখার অভিযোগে দোষী সাব্যস্ত করে এক ব্যক্তির দু’ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান তাকে এ কারাদণ্ড দেন।

কারাদণ্ড প্রাপ্ত আসামী হলেন, সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের আকবর আলীর ছেলে ইমরান হোসেন (২৩)।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাতক্ষীরা সদর সার্কেলের পরিদর্শক হারুন অর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কুচপুকুর গ্রামের মাদক ব্যবসায়ি ইমরান হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। তার বসত ঘরের একটি কৌটার ভিতর থেকে ২৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
(আরকে/এএস/মে ০৭, ২০১৪)