মদন (নেত্রকোনা) প্রতিনিধি : প্রচণ্ড শীতে মানুষ কাবু হলেও আত্মরক্ষার জন্য বিভিন্ন দেশ থেকে নেমে আসা অতিথি পাখি অসাধু পাখি শিকারীদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। প্রতিনিয়তই শত শত পাখি ধরা পড়ছে তাদের ফাঁদে। নেত্রকোণার মদন উপজেলার তলার হাওরে প্রতিবছরই সাইবেরিয়া সহ বিভিন্ন শীত প্রদান দেশ থেকে নেমে আসে এই শত শত অতিথি পাখি।

এলাকার এক শ্রেণির অসাধু পাখি শিকারীরা জাল দিয়ে ফাঁদ পেতে পাখি শিকার করে উপজেলার সদরসহ সর্বত্রই প্রকাশ্যে বিক্রি করছে। এভাবে অতিথি পাখি নিধন করায় প্রতিবছর পাখি আগমন কমে গেছে এবং প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে।

(এএমএ/এএস/জানুয়ারি ১৯, ২০১৫)