নওগাঁ প্রতিনিধি : রবিবার দিনগত রাত ১টার দিকে নওগাঁর সাপাহারে প্রায় ২৭লাখ টাকা মূল্যের ২৭০কেজি গাঁজা, একটি ভারতীয় বৃহদাকারের মেশিনসহ একটি বহনকারী ট্রাক আটক করেছে পুলিশ। উপজেলা সদরের ওয়ালটন মোড়ে গাঁজাসহ ট্রাকটি আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার রাধানগর, শীতলমাঠ সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ একটি ট্রাক সাপাহার বাজার হয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে, ঠিক এমনই গোপন সংবাদ পেয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান চৌধুরী ও এসআই নিমাই চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সদরের মহিলা কলেজ সংলগ্ন ওয়ালটন মোড়ে অবস্থান নেয়। রাত অনুমান ১টার দিকে ওই পথে একটি ট্রাক আসতে দেখে পুলিশ চ্যালেঞ্জ করলে চালক রাস্তায় ট্রাকটি রেখে পালিয়ে যায়। এসময় পুলিশ রাস্তা থেকে গাঁজা ও মেশিন ভর্তি ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃত ৩০কেজি করে ওজনের ৯ বস্তায় ২৭০কেজি গাঁজার আনুমানিক মূল্য ২৭লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া ট্রাকের ভিতর থাকা মেশিনটি ইন্ডিয়ার মেসার্স পঙ্কজ ইন্ডাস্ট্রিজ ৫-ইন্দো ইন্ডাস্ট্রিয়াল ইস্ট্রেট নং-৩ নাভগড় ভাসাই রোড মুম্বাই থেকে আমদানীকরা ঢাকার সাদিক ফার্মাসিউটিকেল ইন্ডাস্ট্রিজ ইউনানী লিলিমিটেডের ৪১৮/২সি খিলগাঁও ঢাকার ঠিকানায় যাচ্ছিল মর্মে মেশিনের কার্টুনে একটি লেবেল লাগানো আছে। এ ব্যাপারে সাপাহার থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।

(বিএম/এএস/জানুয়ারি ১৯, ২০১৫)