বরগুনা প্রতিনিধি : যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি ও নাশকতার  অভিযোগে বরগুনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ন হাসান শাহিন ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান টিপনসহ ৪ জনকে আটক করেছে বরগুনা থানা পুলিশ।

সোমবার ১১টার দিকে শহরের অগ্রণী ব্যাংক চত্তর থেকে পুলিশ তাদের বিশেষ ক্ষমতা আইনে আটক করে। আটককৃতরা হলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ন হাসান শাহিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান টিপন, কৃষকদলের তোফাজ্জেল হোসেন ও ছাত্রদল কর্মী মাসুম বিল্লাহ।

এ বিষয়ে বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ হোসেন পিপিএম সাংবাদিকদের বলেন, হরতাল, অবরোধে রাস্তাকাটাসহ নাশকতা মূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনে তাদের আটক করা হয়েছে।

(এমএইচ/এএস/জানুয়ারি ১৯, ২০১৫)