স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচের আগেই ইনজুরিতে পড়েন মুম্বাইয়ের বাঁ-হাতি পেসার জাহির খান। ইনজুরির কারণেই আইপিএল সেভেনের বাকি ম্যাচগুলো আর খেলতে পারবেন না জাহির।

আগের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে বোলিং করতে গিয়ে পিঠে টান ধরে ৩৫ বছর বয়সী মুম্বাইয়ের পেসারের। নিজের চতুর্থ তথা শেষ ওভারে তিন বল করার পর আর বোলিং করতে পারেননি জাহির। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা জানান, "আইপিএল সেভেনের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবে না জাহির।"

এবারের আইপিএল সেভেনে মুম্বাইয়ের হয়ে প্রথম ছয়টি ম্যাচে পাঁচটি উইকেট নেন তিনি। প্রায় দুই বছর ওয়ানডে খেলেননি জাহির। শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছেন আগস্ট, ২০১২-তে। অবশ্য গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দলে ফিরেছিলেন তিনি।

কিন্ত এই ইনজুরির কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে কাটাবেন তিনি। তাই ২০১৫ বিশ্বকাপ দলে জাহিরের জায়গা পেতে বেশ সমস্যাই হয়ে যাবে।

(ওএস/এটি/মে ০৭, ২০১৪)