ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা কারাগার থেকে সাঁজাপ্রাপ্ত আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে কারা অধিদপ্তর। সোমবার আইজি (প্রিজন) কারা অধিদপ্ত বরিশালের উপ মহা পরিদর্শক মো. আলতাফ হোসেনকে এ তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। এদিকে চার দিন অতিবাহিত হলেও পালিয়ে যাওয়া আসামী মনির হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ভাপ্রাপ্ত প্রধান কারারক্ষি আব্দুর রবকে শনিবার সাময়িক বরখাস্ত করে কারা অধিদপ্তর। এ ঘটনায় ঝালকাঠি জেলা প্রশাসক শাখাওয়াত হোসেনের নির্দেশে ৪ সদস্যের তদন্ত কমিটি সোমবার প্রতিবেদন জমা না দিয়ে আরও তিন দিনের সময় বাড়িয়েছে।

উল্লেখ্য গত শুক্রবার সকালে ঝালকাঠি জেলা কারাগার থেকে চুরি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত মনির হোসেন (৪০) পালিয়ে যায়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জহিরুল ইসলামকে আহ্বায়ক এবং জেল সুপার (এনডিসি) বুলবুল আহম্মেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) আফম আনোয়ার হোসেন ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালামকে সদস্য করা হয়েছে। এদিকে কারাগার থেকে আসামী পালানোর পর ঝালকাঠি জেলা কারাগার থেকে গত রবিবার জেএমবি ও হুজির সদস্যদের বরিশাল কারাগারে পাঠানো হয়েছে। কারগারের মধ্যে আসামীদের সারা দিন ওয়ার্ডের মধ্যে তালাবদ্ধ করে রাখা হচ্ছে। আসামীরা এই শীতে সূর্যের আলো গায়ে লাগাতে পারছেনা।

(এএম/পি/জানুয়ারি ১৯, ২০১৫)