ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (১৯ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্টেট সহকারি কমিশনার (ভূমি) কাউসার আজিজ এর নেতৃত্বে পরিচালিত ভ্রামমাণ আদালত ঢাকা টোবাকো’র অবৈধ বিজ্ঞাপন মুদ্রণ, প্রচার-বিলি, বিক্রেতাদের উদ্বুদ্ধকরণের দায়ে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। এ সময় অবৈধ বিজ্ঞাপনের উপকরণ জব্দ করা হয়।

তামাক বিরোধী উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, গৌরীপুর থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম খায়রুল বাসার, সাংবাদিক স্বজন উপদেষ্টা মোঃ রইছ উদ্দিন, সতিশা যুব ও কিশোর সংঘের সভাপতি অলি উল্লাহ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা টোবাকো’র কর্মকর্তা তারাকান্দা উপজেলার মোকরিয়াকান্দার স্বপন সরকারের পুত্র সজিব সরকার গৌরীপুর পৌর শহরের কালিখলায় বিভিন্ন দোকানে অবৈধ বিজ্ঞাপন প্রদর্শনের সময় স্থানীয় তামাক বিরোধী সংগঠন সতিশা যুব ও কিশোর সংঘের কর্মকর্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজের নির্দেশে অবৈধ বিজ্ঞাপনের উপকরণ জব্দ করেন। এ সময় এ কোম্পানীর জোনাল ইনচার্জ ফরিদপুর সদরের সাদী গ্রামের শেখ নুর উদ্দিনের পুত্র কামরুল হাসানকে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রামমাণ আদালত।

(এসইএম/পি/জানুয়ারি ১৯, ২০১৫)