বগুড়া প্রতিনধি : ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শাজাহানপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। আগত হয়েছে অনন্ত ২০ জন। আহতদের মধ্যে ১০ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার ভোর ৩টায় বগুড়ার শাজাহানপুরের বেতগাড়ীতে দূর্ঘটনায় ইজতেমা ফেরত বাসের ৪ জন ও বিকাল ৫টায় একই উপজেলার নয়মাইলের জামালপুর নামকস্থানে  বাসের ধাক্কায় ট্রাকের হেলপারসহ ৩ জন মারা যায়।

বগুড়ার শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান, ঢাকার টঙ্গী থেকে বিশ্ব ইস্তেমা শেষে মুসল্লিবাহি একটি বাস ঠাকুরগাঁয়ের উদ্দেশ্য রওনা দেয়। প্রচন্ড কুয়াশার কারণে বাসটি গতি কমিয়ে দেয় চালক। এসময় বাসের পিছনে থাকা অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দেয় মুসল্লীবাহি বাসে। এতে বাসের ভেতরে পিছনের ডান পাশে বসে থাকা ৩জন এবং ছাদ থেকে পড়ে অপর একজনসহ ৪ মুসল্লী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আন্তত: ১২ জন। নিহতরা হলেন, হাবিবুর রহমান, ইন্তাজ আলী, আশরাফুল ইসলাম এবং তসলিম উদ্দিন। নিহত সকলের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা সদরে। আহতদের মধ্যে কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা জানান, আহত দের মধ্যে ৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। আরো ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

অপর দিকে, বগুড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্য বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক হেলপারসহ তিনজন নিহত এবং বাস চালকসহ ৬জন আহত হয়েছেন। ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল বাজারের নিকটবর্তী জামালপুর নামকস্থানে সোমবার বিকেল পৌঁণে ৫টায় এই দুর্ঘটনা ঘটে। শাজাহানপুর থানার এসআই তাজমিলুর রহমান জানান, ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা যাচ্ছিলো। বাসটি উল্লিখিত স্থানে পৌঁছলে বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাকের চাকা ফুটো হয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে হেলপার এবং তার পাশে থাকা আরো দুই ব্যক্তি ভেতরে চাপা পড়ে নিহত হয়। এছাড়া বাস চালকসহ ৬জন আহত হন। তাৎক্ষনিক এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত তিনজনের মধ্যে হেলপার মজনু মিয়া, ও ইটভাটার ম্যানেজার সাইফুল ইসলামের পরিচয় পাওয়া গেছে।

(এএসবি/পি/জানুয়ারি ১৯, ২০১৫)