স্টাফ রিপোর্টার : অবরোধের নামে গাড়ি পোড়ানো, ভাঙচুর ও মানুষ মারার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত মানববন্ধনে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মায়া বলেন, খালেদা জিয়া নির্বাচনের অন্যায় দাবিতে অবরোধের নামে গাড়ি পোড়াচ্ছেন, ভাঙচুর করছেন, মানুষ মারছেন। এতে কোনো লাভ হবে না। সময় অনুযায়ী ২০১৯ সালেই নির্বাচন হবে। অবরোধের নামে সহিংসতার জন্য মামলা দিয়ে খালেদাকে গ্রেফতারের জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, টাকা চুরির জন্য আপনার বিচার হবেই। জেল আপনার জন্য অপেক্ষা করছে। বাড়ি ছেড়ে এসে অফিসে বসে আছেন, অসুস্থতার ভান করছেন, বিদেশি সাহায্য চাইছেন। মিথ্যার আশ্রয় নিয়ে কেউ কখনো জয়লাভ করতে পারে না। আপনিও পারবেন না।

আওয়ামী লীগের এ জ্যেষ্ঠ নেতা বলেন, ছেলেদেরকে দুর্নীতির মামলা থেকে বাঁচাতে খালেদা জিয়া গাড়ি পোড়াচ্ছেন, ভাঙচুর করছেন, মানুষ মারছেন। তিনি যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চান। এদেশকে পাকিস্তান বানাতে চান।

মন্ত্রী আরো বলেন, পুলিশের ভয়ে প্রেসক্লাবে লুকিয়ে থাকেন মির্জা ফখরুল। রিজভী হাসপাতাল থেকে টাকা না দিয়ে পালিয়ে যান, তারেক রহমান বিদেশে পালিয়ে গেছেন। এই যদি দলের অবস্থা হয় তবে, তাদের আশা কখনোই পূরণ হবে না।

সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথীর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফয়জুদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী প্রমুখ।

(ওএস/এএস/জানুয়ারি ২০, ২০১৫)