নোয়াখালী প্রতিনিধি : সোস্যাল এ্যাডভান্সমেন্ট সোসাইটি (এসএএস) কর্তৃক বাস্তবায়নাধীন বন্ধু কনসোর্টিয়াম এর সহায়তায় আরসিসি প্রকল্পের অধীন সম্প্রসারিত এইচআইভি প্রতিরোধ কর্মসূচীর আওতায় পুরুষ সমকামী এবং হিজড়া জনগোষ্ঠির মাঝে স্বাস্থ্যসেবা প্রদান করার নিমিত্তে এইচআইভি প্রতিরোধে সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুুুুরে নোয়াখালী ডি.আই.সি-র সভা কক্ষে প্রতিদিন আমারসংবাদ সম্পাদক ও বৈশাখী টিভি জেলা প্রতিনিধি জামাল হোসেন বিষাদ এর সভাপতিত্বে Journalist Forum (JF) সদস্যদের নিয়ে এইচআইভি প্রতিরোধে সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন JF সদস্য সাংবাদিক আকবর হোসেন সোহাগ, সাংবাদিক আবু নাছের মঞ্জু, সাংবাদিক মাহবুবুর রহমান, সুমন ভৌমিক, আবদুল হান্নান শাকুর, কামাল মাসুদ প্রমুখ।

এসময় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্যে, ডিআইসি-র কার্যক্রম ও সেবা এবং এইচআইভি/এইডস এর বিশ্ব ও বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এসএএস-র ডিআইসি ব্যবস্থাপক মো. সিরাজুর রহমান। নোয়াখালীতে মোট ৬২১ জন এমএসএম এবং ২৪ জন হিজড়ার তালিকাভূক্ত করা হয়েছে এবং তাদের নিয়মিত সেবা প্রদান করা হচ্ছে। ২০১০ইং থেকে এই প্রকল্পের আওতায় নোয়াখালীতে এইচআইভি প্রতিরোধে কার্যক্রম চালিয়ে আসছে।

(জেএইচবি/এএস/জানুয়ারি ২০, ২০১৫)