মাগুরা প্রতিনিধি : মাগুরায় পিস্তল ঠেকিয়ে বিকাশ এজেন্টের ৩ লক্ষ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার মাগুরা-যশোর সড়কের মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া রামকান্তপুরে। তবে পুলিশ এটিকে  রহস্যজনক ঘটনা বলে  মনে করছে।

মাগুরা বিকাশ পয়েন্টের ডিস্ট্রিবিউশন ম্যানেজার সৈয়দ হাসান জাহিদ জানান- তার প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার আসাদুজ্জামান সকালে শালিখার বিভিন্ন এজেন্ট-এর কাছে টাকা পৌছে দেওয়ার জন্য মটর সাইকেল যোগে অফিস থেকে বের হন। পথিমধ্যে সাড়ে ১০টা ১১ টার দিকে শালিখার আড়পাড়া রামকান্তপুর ব্রীজের কাছে পৌছালে দুই দিক থেকে দুইটি মটর সাইকেলে করে ৫ জন যুবক এসে তার গতিরোধ করে। এক পর্যায়ে তারা পিস্তল ও চাপাতি ঠেকিয়ে আসাদুজ্জামানের কাছে থাকা ৩ লাক্ষ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে তথ্য জানতে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ ও সেকেন্ড অফিসার ইসমাইল হোসেনের কাছে একাধিকবার ফোন কলেও তারা ফোন রিসিভ করেনি।

তবে মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান-ছিনতাইয়ের বিষয়টি রহস্যজনক। তবে এ ব্যাপারে মামলা নেওয়া হবে।

(ডিসি/এএস/জানুয়ারি ২০, ২০১৫)