বগুড়া প্রতিনিধি : মঙ্গলবার বগুড়ায় অবরোধের তেমন প্রভাব পড়েনি। শহরের বাইপাসে দূর পাল্লার যানবহন চলাচল করছে। মহাসড়কের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ, র‌্যাব, আমর্ড পুলিশ ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে। জেলা শহরে যানবাহন চলাচল করছে, দোকানপাট, মার্কেট, ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। স্কুল কলেজ খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। সোমবার মধ্যরাতে শেরপুর উপজেলার ভবানীপুর ঘোগা হাটখোলা এলাকায় একটি ট্রাকের গ্লাস ভাংচুর ও অগ্নিসংযোগ করে অবরোধ সমর্থকরা। এছাড়া একই রাতে বগুড়া শহরের চারমাথা, শাজাহানপুর, ফটকি ব্রিজ ও বারপুরে ট্রাকে অগ্নিসংযোগ করে অবরোধ সমর্থকরা। পুলিশ ও ফয়ারা সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে মঙ্গলবার পর্যন্ত জামায়াত ও শিবিরকর্মীসহ ৪৪ জনকে গ্রেফতার করেছে।

বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান মিজান জানান, ট্রাকে অগ্নিসংযোগের চেষ্টা করেছে। পুলিশ সজাগ থাকায় অবরোধকারিরা পালিয়ে যায়। বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজীউর রহমান জানান, ভাংচুর, নাশকতা মামলায় ২৪ জনসহ বিভিন্ন অভযোগে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে শিবির কর্মী ৩ ও জামায়াতকর্মী ৪ জন রয়েছে। এ ছাড়া শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার রফিকুজ্জামান জানান, সোমবার রাতে শহরের ৪টি পৃথক স্থানে ট্রাকে অগ্নিসংযোগ করে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলা হয়।

(এএসবি/পি/জানুয়ারি ২০, ২০১৫)