মৌলভীবাজার প্রতিনিধি : রাজনগরে পূর্ব বিরোদের জের ধরে সাবেক ইউপি সদস্যের উপর হামলা, টাকা ছিনতাই এর অভিযোগ পাওয়া গেছে। অতর্কিত হামলায় গুরুত্বর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন করাইয়ার সাবেক মেম্বার ব্যবসায়ী মোঃ তাহির আলী।

মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত মোঃ তাহির আলী ও তার স্ত্রী রওশনারা চৌধুরী জানান, ১৫ জানুয়ারি রাত ১০টায় বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নগদ ৮০ হাজার টাকা সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানার হওয়ার পথে স্থানীয় আহমদ মোল্লার দোকানে আসেন। দোকানের কাজ শেষে বাড়ি ফেরার পথে ব্যবসয়ী মোঃ তাহির মিয়া মবশ্বিরের চা ষ্টলের সামনে আসামাত্র পূর্ব পরিকল্পিত ভাবে উৎপেতে থাকা পাশ্ববর্তি ঘরের আছকন, মবশ্বির ও তার পুত্র কয়ছর মিয়া, রুকন মিয়া ও ফয়ল মিয়া পিছন দিক এসে লাতি মেরে মাফলার দিয়ে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে এক পর্যায়ে ব্যাবসায়ী মোঃ তাহির মিয়ার সাথে থাকা নগদ ৮০ হাজার টাকা, মোবাইল ফোন ও ১টা মেগলাইট নিয়ে যায়। এসময় তার চিৎকার শুনে পার্শ্ববর্তি লোকজন ছুটে এসে আহত অবস্থায় থাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শী আনহার মিয়া, তেরা মিয়া, এলাকার প্রবীণ মুরব্বি মাওলানা আখলাছুর রহমান, ডাঃ তোফায়েল হোসেন ও সুফুর মিয়া ঘটনার সততা স্বীকার করে বলেন, এ সময় বাজারে প্রায় ৫০ জন লোক ছিল তারা সকলে ঘটনা দেখেছেন। আমরা সকল ঘটনার স্বাক্ষী।
কামারচাক ইউপি চেয়ারম্যান নাজমুল হক সেলিম বলেন- ব্যবসায়ী মোঃ তাহির আলীর উপর হামলা করা হয়েছে আমি মৌলভীবাজার সদর হাসপাতালে গিয়ে তাকে চিকিৎসাধীন অবস্থায় দেখেছি। এ ঘটনায় মোঃ তাহির মিয়ার স্ত্রী রওশনারা চৌধুরী বাদী হয়ে গত ১৬ জানুয়ারী রাজনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। রাজনগর থানার এস আই রাজীব হোসেন অভিযোগের সত্যতা স্বীকার করে জানান- তদন্ত চলছে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, ২০১১ সালের ১২ জানুয়ারি ব্যবসায়ী মোঃ তাহির আলীর মেয়ে রেহানাকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে হামলাকারীদের মধ্যে কয়ছর মিয়া, মবশ্বির মিয়াকে আসামী করে রাজগনগর থানায় (নং-০৮) মামলা করেন। পরবর্তীতে মামলার এজহারে উল্লেখিত আসামীরা ভবিষৎতে এধরণের অপরাধ করবেনা বলে মুছলেকা দিলে মাননীয় আদালত বিচারাধীন মামলাটি প্রত্যাহর করেন।

(এমএকে/পি/জানুয়ারি ২০, ২০১৫)