দিনাজপুর প্রতিনিধি : ‘শিক্ষা ও প্রতিবন্ধিতা সম অধিকার, সম সুযোগ’ এই শ্লোগানকে সামনে রেখে বুধবার সদর উপজেলা পরিষদ হলরুমে গণসাক্ষরতা অভিযান ও গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) এর যৌথ আয়োজনে সিএসইএফ ও ইউকে এইড এর সহযোগিতায় গ্লোবাল অ্যাকশন উইক- ২০১৪ উদযাপন উপলক্ষ্যে শিশু সমাবেশ, প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গ্রাম বিকাশ কেন্দ্র’র প্রকল্প সমন্বয়কারী আব্দুল হাকিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. মাইনুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সম্পাদক সেতারা বেগম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মঞ্জুরী আক্তার, দিনাজপুর প্রতিবন্ধী ও অটেষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল শাহ নেওয়াজ, জেএসকেএস প্র্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, প্রতিবন্ধী শিক্ষার্থীদের পক্ষে শিল্পী রাণী দত্ত, মো. রনি, মিমি, প্রতিক, তনুশ্রী রায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউনিয় ম্যানেজার মো. মাহবুব হোসনে।
এর আগে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
(এটি/এএস/মে ০৭, ২০১৪)