লালমনিরহাট প্রতিনিধি : বুধবার ভোরে লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর একজনকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে আর অপরজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজিবি সূত্রে জানা যায়, ভোরে জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তর মুগলীবাড়ী এলাকার নো ম্যানস ল্যান্ডে গরু আনার জন্য যায় বকুল হোসেন (২৮) ও রবিউল ইসলাম (৩১) সহ একদল গরু ব্যবসায়ী। এসময় সীমান্তে টহলরত চ্যাংড়াবান্ধা ক্যাম্পের ৬১ বিএসএফ’র সদস্যরা ৮৪২ নং মেইন পিলার ও ৬-৭নং সাব পিলারের নিকট হতে গুলি চালায়। এ সময় বিএসএফের ছোঁড়া গুলি বকুলের বুকে ও রবিউলের পায়ে লাগে। পরে তাদের সঙ্গীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এদের মধ্যে বকুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

আহত বকুল মুগলীবাড়ী এলাকার মৃত বশিরুদ্দিনের ছেলে ও রবিউল একই এলাকার সফুর উদ্দিনের ছেলে।

লালমনিরহাট ১৫ বিজিবি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ওএস/এএস/জানুয়ারি ২১, ২০১৫)