সিংড়া(নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় উপজেলা আইন শৃংখলা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় উপজেলা হলরুমে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন এতে সভাপতিত্ব করেন। এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থানীয় সাংসদ জুনাইদ আহমেদ পলক এমপি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট রবীন্দ্র গবেষক সাবেক অধ্যক্ষ ডাঃ আশরাফুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, সহকারী কমিশনার ভূমি জাহিদুল ইসলাম, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লতিফ মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন,উপজেলা ভিডিপি অফিসার মুসফেকুন্নবী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আঞ্জুমানয়ারা সহ সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা ও ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং গণমাধ্যমকর্মীরা। সভায়, নাশকতা এড়াতে এর সাথে জড়িতদের চিহিৃত করে পুলিশের হাতে সোপর্দ করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

(এমএমইএআর/পি/জানুয়ারি ২১, ২০১৫)