বগুড়া প্রতিনিধি : বগুড়াসহ সারাদেশে যৌথ বাহিনী অভিযানের নামে দলীয় নেতা-কর্মীদের অত্যাচার-নির্যাতন ও হত্যার প্রতিবাদে বগুড়ায় হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ২৪ ঘন্টা জেলাব্যাপী এই হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার বগুড়া জেলা বিএনপির দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাজু স্বাক্ষরিত এক বিবৃতিতে হরতালের ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন ছাত্রদলের নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে, এছাড়া যৌথ বাহিনী অভিযানের নামে ২০ দলীয় জোটের দলীয় নেতা-কর্মীদের অত্যাচার-নির্যাতন চালানো হচ্ছে। হত্যা, নির্যাতনের প্রতিবাদে এবং গ্রেপ্তারকৃত দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বগুড়া জেলায় হরতাল আহ্বান করা হয়েছে।

এছাড়াও পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় জোট ঘোষিত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

(এএসবি/এএস/জানুয়ারি ২১, ২০১৫)