বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় পাজারো জিপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রীসহ ৫ জন আহত হয়েছেন। আহতের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাটি ঘটেছে ২১ জানুয়ারি বুধবার সকাল ১০ টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ২১ জানুয়ারি বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার দক্ষিণভাগ বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে কুলাউড়া-বড়লেখা সড়কে একটি পাজারো জিপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কলেজ ছাত্রী, অটোরিকশার ড্রাইবারসহ ৫জন আহত হন। আহত দুজন যাত্রীর নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি। গুরুতর আহতরা হলেন-অটোরিকশার ড্রাইভার সমছু মিয়া (২২), কলেজ ছাত্রী সেলিনা আক্তার (২০), যাত্রী কুদ্দুছ আহমদ (২৩)। আহতদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

(এলএস/এএস/জানুয়ারি ২১, ২০১৫)