স্পোর্টস ডেস্ক, ঢাকা : বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়া শ্রেষ্ঠ প্রশাসক হিসেবে ৬ষ্ঠ কাগজ কলম বিজনেস অ্যাওয়ার্ড-২০১৩ পেয়েছেন।

বিএমএ অডিটরিয়ামে অনাড়ম্বর এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মোহাম্মদ ইয়াহিয়ার হাতে অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। ৬ষ্ঠ কাগজ কলম বিজনেস অ্যাওয়ার্ড আরও যারা পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল- সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও জানে আলম। শিক্ষা ও সাহিত্যে কামরুল ইসলাম, সাংবাদিকতায় আহমেদ সাব্বির রোমিও, ক্রীড়া সংগঠক এস আব্দুল্লাহ আল মামুন মিলন ও নৃত্য পরিচালক ফারহানা চৌধুরী বেবী প্রমুখ।

মোহাম্মদ ইয়াহিয়া ১৯৯৩ সাল থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, কমলাপুর স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দক্ষতা, আন্তরিকতা ও সততার সঙ্গে প্রশাসকের দায়িত্ব পালন করে আসছেন। যার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ প্রশাসক হিসেবে সাপ্তাহিক কাগজ কলম অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।

(ওএস/পি/মে ০৭,২০১৪)