স্পোর্টস ডেস্ক, ঢাকা : ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না। হাঁটুতে চোট পাওয়ায় ওয়ানডেতে মাঠে নামতে না পারলেও টেস্ট সিরিজে খেলার প্রত্যাশা করছেন ব্রড।

চোটের জন্য মৌসুমে বোলিং শুরু করতে বিলম্ব হচ্ছে এই পেসারের। তবে চোট কাটিয়ে এখন সুস্থ হয়ে উঠেছেন তিনি। তাই প্রত্যাশা করছেন, প্রথম শ্রেণীর ক্রিকেটে নটিংহামশায়ারের হয়ে ৪ দিনের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন। চ্যাম্পিয়নশিপ শুরু হবে আগামী ২৫ মে থেকে।

যদি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দেখা যাবে তাকে। লর্ডসে ১২ জুন আরম্ভ হবে টেস্ট। এ ব্যাপারে ব্রড জানিয়েছেন, ‘ডুরহামের বিপক্ষে নটিংহামশায়ারের হয়ে চ্যাম্পিয়নশিপে খেলব আমি। আশা করছি, জুনে টেস্ট সিরিজের জন্য নিজেকে প্রমাণ করতে পারব এই চ্যাম্পিয়নশিপে।’

২৭ বছর বয়সী ব্রড বলেছেন, ‘এ সপ্তাহে থেকে দৌড়াচ্ছি আমি। আশা করছি আগামী সপ্তাহ থেকে বোলিং করতে পারব। প্রায় এক মাস ধরে বোলিংয়ের বাইরে রয়েছি। তাই শতভাগ ফিট হতে সময় লাগবে আমার।’

(ওএস/পি/মে ০৭,২০১৪)