বিনোদন ডেস্ক : ভারতের অনেক রাজ্যে এখনও মেয়েদেরকে বোঝা মনে করা হয়। এজন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানায় ২২ জানুয়ারি চালু করছেন ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচি। এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন মাধুরী দীক্ষিত। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে খবরটি জানান তিনি।

এমন একটি কর্মসূচির সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ খুশি মাধুরী। বলিউডের এই ৪৭ বছর বয়সী অভিনেত্রী জানান, কন্যাভ্রুণ হত্যা প্রতিরোধ এবং কন্যাশিশুদের শিক্ষার প্রচার চালাবেন তিনি। তার ভাষায়, ‘আমি সম্মানিত বোধ করছি।’

(ওএস/এএস/জানুয়ারি ২২, ২০১৫)