স্পোর্টস ডেস্ক, ঢাকা : রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ফরোয়ার্ড নেইমারের প্রশংসা করেছেন। পর্তুগিজ অধিনায়কের বিশ্বাস, বিশ্বের সেরা খেলোয়াড়ে পরিণত হবেন ব্রাজিলের এই তারকা।

স্প্যানিশ ক্লাব বার্সায় ২২ বছর বয়সী নেইমার ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে যোগ দিয়েছেন। ক্লাবের হয়ে ২৫ ম্যাচ খেলে ৯টি লিগ গোল করেছেন তিনি।

স্পোরটিভি নিউজিকে এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছেন, ‘আমি নেইমারকে একজন গ্রেট খেলোয়াড় হিসেবেই দেখি। সম্প্রতি নিজের পারফর্ম দেখিয়ে সে প্রমাণ করেছে তার উজ্জ্বল ভবিষ্যতের। আমার মনে হয়, নিঃসন্দেহে নেইমার বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হবেন বা আরও বেশি কিছু।’

২৯ বছর বয়সী রোনালদো বিশ্বকাপে নিজ দেশের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন। পর্তুগিজের গ্রুপে রয়েছে জার্মানি, ঘানা ও যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে রিয়ালের ফরোয়ার্ড জানিয়েছেন, ‘বিশ্বকাপে আমরা ফেভারিট নই। তবে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমার মনে হয়, সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছি আমরা।’

(ওএস/পি/মে ০৭,২০১৪)