নিউজ ডেস্ক : ভাইবার ও ট্যাঙ্গোসহ সামাজিক যোগাযোগের ৫টি ভয়েস ও মেসেজিং সেবা সরকার খুলে দিয়েছে। বুধবার রাত ১২টা থেকে এসব সেবা খুলে দেয়া হয়।

জানা যায়, সরকারের কাছ থেকে নতুন কোনো নির্দেশনা না আসায় এসব সেবা খুলে দেয়া হয়।

এর আগে গত রবিবার ইন্টারনেট সংযোগের মাধ্যমে কথা বলা ও খুদেবার্তা পাঠানোর জনপ্রিয় অ্যাপস ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করে দেয়া হয়।

প্রথম দফায় রবিবার রাত পর্যন্ত ভাইবার ও ট্যাঙ্গো বন্ধের নির্দেশনা দেয়া হয়। পরে সময়সীমা বুধবার মধ্য রাত পর্যন্ত বাড়ানো হয়। ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করার পরদিনই সোমবার হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের আরো ৩টি ভয়েস এবং মেসেজিং সেবা বন্ধ করে দেয় সরকার।

এদিকে এই সিদ্ধান্তে বিভিন্ন অনলাইন, ফেসবুকসহ সামাজিক বিভিন্ন মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ব্যবহারকারীরা। বাংলাদেশে ভাইবার বন্ধ হওয়ার এই খবর ইতিমধ্যে এএফপি, দ্য গার্ডিয়ান ও দ্য হিন্দুর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়।

(ওএস/এটিআর/জানুয়ারি ২২, ২০১৫)