কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়ার মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এইচএম মাকসুদ আলী বাদল (৭০) বুধবার রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই মেয়ে এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

বৃহস্পতিবার বিকাল পাঁচটায় ধানখালীর নিশানবাড়িয়া গ্রামে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মাকসুদ আলী বাদলের মৃত্যুতে শোক জানিয়েছেন, সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি, মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউর রহমান বন্টিন, সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুল্লাহ রানা প্রমুখ।

(এমকেআর/এএস/জানুয়ারি ২২, ২০১৫)