বগুড়া প্রতিনিধি: ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবু নসর মো. আলমগীর হুসাইনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

এছাড়া শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হরতাল ও অবরোধে পিকেটিং ও নাশকতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ১৩ জনকে বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীরসহ ১৪ জন গ্রেফতার

। বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর বগুড়া শহরের মালগ্রামের নিজবাড়ি থেকে জামায়াত নেতা আলমগীরকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি হরতাল ও অবরোধ চলাকালে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার সঙ্গে তার যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নূরে আলম সিদ্দিকী জানান, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবু নসর মো. আলমগীর হুসাইন এর বিরুদ্ধে নাশকতা, ভাংচুর অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে।

(এএসবি/এসসি/জানুয়ারি২২,২০১৪)