বগুড়া প্রতিনিধি: ২০ দলের ডাকা বগুড়ায় ২৪ ঘন্টা হরতালে সমর্থনে বৃহস্পতিবার সকাল থেকে তেমন কোন তৎপরতা চোখে পড়েনি। তবে বুধবার রাতে শহর ও শহরতলীতে ৪টি ট্রাকে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

সেই সঙ্গে বেশ কয়েকটি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। গত ২৪ ঘন্টায় বিএনপি-জামায়াতের ৪৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে। ২০ দলের অবরোধ কর্মসূচি চলাকালে গত বুধবার জেলা বিএনপির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে বগুড়ায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ২৪ ঘন্টা হরতালের ঘোষণা দেওয়া হয়।

জোটের নেতা-কর্মীদের হত্যা, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই হরতাল আহ্বান করা হয়।

সকালে শহরের হাকিরমোড় এলাকায় শিবির একটি মিছিল বের করে। তবে পুলিশ পৌঁছার সঙ্গে সঙ্গে তারা এলাকা ছেড়ে যায়। তাছাড়া একই সময় শহরের চেলোপাড়া এলাকায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপি মিছিলের চেষ্টা করে। দিনভর এছাড়া হরতালের সমর্থনে কোন মিছিল বা পিকেটিং ছিলো না।তবে আগের রাত ১০টার দিকে শহরের স্টেশন রোডের ফল পট্টিতে একটি চাল বোঝাই ট্রাকে এবং শহরতলীর নিশ্চিন্তপুর এলাকার দ্বিতীয় বাইপাস সড়কে দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

আগুন দিতে এসে দুর্বৃত্তরা এক ফল ব্যবসায়ীর দোকান থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে ওই ব্যবসায়ী।

দমকল বাহিনী ও স্থানীয় জনতা সে আগুন নিভিয়ে ফেলে। এর আগে রাত ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোকুল এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া চেষ্টা করা হয়।

বগুড়ার সহকারি পুলিশ সুপার(এএসপি) গাজীউর রহমান জানান, শহরের নাশকতা এড়াতে পুলিশ, র‌্যাবের পাশাপাশি বিজিবি টহল চলছে। হরতাল চলাকালে কোথাও কোন সহিংস ঘটনা ঘটেনি। গত ২৪ ঘন্টায় জেলায় বিএনপি-জামায়াতের নেতাকর্মী সহ ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

(এএসবি/এসসি/জানুয়ারি২২,২০১৪)