গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও-নান্দাইল সংযোগ সড়কের ব্রহ্মপুত্র নদের সালটিয়া-হাজীগঞ্জ-দেওয়ানগঞ্জ ব্রিজের উপর বাঁশ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে গণডাকাতি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ভোর রাতে ব্রিজের পূর্ব প্রান্তে। এসময় ডাকাতদের বাঁধা দিতে গিয়ে হামলায় আহত হয়েছে ৭ পথচারী।

জানা যায়, রাত আনুমানিক ৪টায় দিকে সশস্ত্র ডাকাতদল সালটিয়া-হাজীগঞ্জ -দেওয়ানগঞ্জ সড়কের ব্রহ্মপুত্র নদের উপর নবনির্মিত ব্রিজের পশ্চিম প্রান্তে খুটির সাথে বাঁশ দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে পথচারী ও যানবাহন আটকিয়ে নগদ টাকা, মোবাইল সেট লুট করে নেয় ডাকাতদল। এসময় ডাকাতদের বাঁধা দিতে গিয়ে হামলায় আহত হয় চরমছলন্দ গ্রামের ছাত্রলীগ কর্মী ছোটন, জুট ব্যবসায়ী মোখলেছ, শাহজালাল, মোতালেব, সুজন, মারফত, সোহেল। পরে পথচারীদের ডাকচিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এলে ডাকাতদল বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানায়। আহতদের গফরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতের কবলের শিকার পথচারীরা ওরশ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে ও ঢাকাগামী যমুনা ট্রেনের যাত্রী ছিল। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ চরআলগী এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো -চরমছলন্দ গ্রামের ডাকাত আব্দুস ছাত্তার, আঃ মান্নান ও মন্না।
এদিকে ব্রিজের উপর থেকে ডাকাতি বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জনতা পৌরশহরে মটরসাইকেল বহর নিয়ে বিক্ষোভ মিছল বের করে।
(আরইকে/পিবি/জানুয়ারি ২৩,২০১৫)