নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা শহর মাইজদী কৃষ্ণরামপুর এলাকার একটি বাসা থেকে শুক্রবার সকালে ছাত্রশিবিরের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫টি পেট্রল বোমা, ৬টি ককটেল, ২টি এলজি ও জেহাদী বই, লিফলেট উদ্ধার করে পুলিশ।

আটককৃতদের মধ্যে শিবিরের কেন্দ্রীয় কার্যকারি পরিষদের সদস্য ও নোয়াখালী শহর সভাপতি গিয়াস কামাল সাজু, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক ইমতিয়াজ আহমদ বুলবুল, প্রচার সম্পাদক প্রচার সম্পাদক আহসান উল্লাহ, কলেজ কার্যক্রম সম্পাদক শামীম।

এএসপি আশরাফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রশিবিরের পাঁচ সদস্যকে আটক করে।

এদিকে গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপি- জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী সহ ৩৮ জনকে আটক করে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অবরোধকে ঘিরে সকল ধরনের সহিংসতা এড়াতে জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও সকল ধরনের নাশকতা রোধে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন ও বিভিন্ন সড়কের পুলিশের পাশাপাশি বিজিবি টহলে রয়েছে।
(যেবি/পিবি/জানুয়ারি ২৩,২০১৫)