বগুড়া প্রতিনিধি : বগুড়া সদরের নুনগোলায় অবরোধ সমর্থকদের পেট্রোল বোমা হামলায় চালক আব্দুর রহিম মারা গেছে।

বৃহস্পতিবার রাত ৯টায় অবরোধ সমর্থকরা ওই ট্রাকে হামলা চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে ট্রাক চালক আব্দুর রহিমসহ তিতেন ও কাঠ ব্যবসায়ি সাজু অগ্নিদগ্ধ হয়। থানা পুলিশ অভিযান চালিয়ে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াত-বিএনপির ৩ নেতাকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের হয়েছে সদর থানায়। এছাড়া বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত ভাংচুর ও নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা রাতেই তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফর্নিচার ব্যবসায়ি বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা সাজু ও রহিমকে রাতেই ঢাকা প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে আব্দুর রহিম মারা যায়। নিহত আব্দুর রহিম সাতক্ষিরা জেলার শ্রীরামপুরের বাসিন্দা। এদিকে এ ঘটনার পর থানা পুলিশ শুক্রবার বেলা ১২ টার সময় অভিযান চালিয়ে ট্রাকে পুড়িয়ে দেওয়ার ঘটনায় বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন জামায়াত সেক্রেটারী মুরাদ (৩০), ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রানা (২৮) ও ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমানকে গ্রেফতার করে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ আবুল বাশার জানান, ফার্ণিচার ভর্তি ট্রাকটি বগুড়া শদরের ন্যাংড়া বাজার থেকে নড়াইলে যাচ্ছিল। পথে অবরোধকারিদের হামলার শিকার হয়।
ট্রাক চালকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, শুক্রবার বেলা ১২ টার সময় অভিযান চালিয়ে ট্রাকে পুড়িয়ে দেওয়ার ঘটনায় বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন জামায়াত সেক্রেটারী মুরাদ (৩০), ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রানা (২৮) ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। গত ২৪ ঘন্টায় পুলিশ ভাংচুর ও নাশকতার অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে।
(এসবি/পিবি/জানুয়ারি ২৩,২০১৫)