বগুড়া প্রতিনিধি : রবিবার থেকে বগুড়ায় লাগাতার ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করেছে বিএনপি নেতৃত্বাধীন স্থানীয় ২০ দলীয় জোট। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে তারা এ হরতালের ডাক দিল।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা বিএনপির দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাজু স্বাক্ষরিত এক বার্তায় হরতালের বিষয়টি নিশ্চিত করা হয়।

বার্তায় বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকি, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হুসাইন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মো. মেহেদি হাসান হিমুসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের নামে মামলা, গ্রেফতার, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত বগুড়া জেলায় হরতাল আহ্বান করা হয়েছে।

(এএসবি/এটিআর/জানুয়ারি ২৩, ২০১৫)