দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচামাদিয়া এলাকায় গোপন বৈঠক করার সময় উপজেলা জামায়াতের এক রোকনসহ ৩ নেতাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল দেওয়া হয়েছে।

দৌলতপুর থানা পুলিশ জানায়, শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পদামাদিয়া মধ্যপাড়া গ্রামের ডাঃ ফজলুর রহমানের বাড়িতে জামায়াত শিবিরের নেতা কর্মীরা গোপনে বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের রোকন আব্দুস সাত্তার এবং জামায়াত নেতা নুরুল ইসলাম, ও রফিকুল ইসলাম কে আটক করে।

দৌলতপুর থানার ওসি এনামূল হক জানান, নাশকতা সৃষ্টির উদ্দেশে সেখানে বৈঠক করার অভিযোগে তাদের গেফতার করে বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট শামীমূল হক পাভেল ৩ জনের প্রত্যেককে ৬ মাস করে জেল প্রদান করেন।

(জেএইচ/এএস/জানুয়ারি ২৩, ২০১৫)