রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র ও বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে হুকুমের আসামি করে তিনিসহ ৩৫জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ট্রাকবহরে হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার ‍দুপুরে মহানগরের বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাতে উপ-পরিদর্শক (এসআই) এস এম জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ মামলাটি করেছেন।

মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের আট নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩৫জনকে আসামি করা হয়েছে বলে জানান পরিদর্শক মাহমুদুর রহমান।

তবে শুক্রবার দুপুর পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে মহানগরের দড়িখরবোনা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাহারায় পণ্যবাহী গাড়িবহরে হামলা করে শিবিরের কর্মীরা। এসময় তারা ককটেল বিস্ফোরণ, গাড়ি ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালায়। এতে ৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একজন চালক আহত হন। প্রতিরোধ করতে গেলে আহত হন ২ ভাই। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ওএস/এটিআর/জানুয়ারি ২৩, ২০১৫)