ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ের দিঘিরপাড় এলাকার নতুন রাস্তার পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে গতকাল শুক্রবার দুপুরে ৫ টি সদ্যজাত মেছো বাঘ শাবক আটক করেছে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, দুপুরে ওই স্থানে বাঘের শাবকগুলোর শব্দ পেয়ে স্থানীয়রা গিয়ে দেখে এবং বাঘ শাবক পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন গিয়ে বাঘের শাবক গুলো বস্তায় ভর্তি করে লোকালয়ে নিয়ে আসে। স্থানীয়রা এগুলো মেছো বাঘের বাচ্চা বলে নিশ্চিত করেছেন।

সরেজমিনে জানা গেছে, গত কয়েকমাস যাবৎ ওই এলাকার জঙ্গলে চিতা বাঘের উপদ্রব লক্ষ করে এলাকাবাসী। স্থানীয়দের বেশ কয়েকটি ছাগলছানা, হাঁস-মুরগী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছে। বর্তমানে ওই বাঘ শাবকগুলো স্থানীয়দের হেফাজতে রয়েছে। স্থানীয়রা বিষয়টি ইউএনও ও থানা পুলিশকে জানালেও বিকেল পর্যন্ত প্রশাসন বা বন বিভাগের কেহ শাবকগুলো উদ্ধার বা অবমুক্ত করেনি।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা আলমগীর হোসেনের যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায় এলাকায় নেই তিনি।


(এএম/এসসি/জানুয়ারি২৩,২০১৫)