চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চকবাজার থানা লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এতে হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্বৃত্তদের ধরতে পুলিশ চকবাজার এলাকায় অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

চকবাজার থানার ডিউটি অফিসার এএসআই আরাফাত বলেন, থানা লক্ষ্য করে পর পর দুটি হাতবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় পুলিশ সর্তক থাকায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

(ওএস/এটিআর/জানুয়ারি ২৩, ২০১৫)