নিউজ ডেস্ক : মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০-এর জন্য অধীর আগ্রহে রয়েছেন প্রযুক্তিপ্রেমীরা। উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীরা বিনামূল্যেই আপগ্রেড করে নিতে পারবেন নতুন এই অপারেটিং সিস্টেমটি। উইন্ডোজ ১০ বাজারে আসার সঙ্গে সঙ্গেই এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট। এ বছরের শেষের দিকে নতুন এই অপারেটিং সিস্টেমটি বাজারে আসার কথা রয়েছে। তাই অপেক্ষায় রয়েছেন সকলেই।

গিজমোডো ডটকমের খবরে বলা হয়েছে, মাইক্রোসফট সম্প্রতি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমটির কিছু ফিচার প্রকাশ করেছে। নতুন অপারেটিং সিস্টেমটিতে থাকছে আধুনিক স্টার্ট মেনু, টাস্ক ভিউ এর সঙ্গে উন্নত মাল্টি টাস্কিং, উন্নত ইন্টারফেসের সুবিধা। এ ছাড়া উইন্ডোজ ১০-এর মাধ্যমে প্রথমবারের মতো কম্পিউটারে মাইক্রোসফটের আকর্ষণীয় সেবা ‘কর্টানা’ এবং নতুন ব্রাউজার ‘স্পার্টান’ ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। আর স্টার্ট মেনুর ক্ষেত্রে ফুল স্ক্রিন স্টার্ট মেনু অথবা উইন্ডোজ ৭ এর মত ছোট স্টার্ট মেনু, যে কোনোটি একটি পছন্দমতো ব্যবহার করা যাবে। ব্লুটুথ, ওয়াই-ফাই এবং অন্যান্য সেটিংস সহজেই অ্যাকসেস করা যাবে বলেও জানানো হয়েছে।

(ওএস/পি/জানুয়ারি ২৪, ২০১৫)