স্টাফ রিপোর্টার : বিএনপির অবরোধ ও আন্দোলন প্রসঙ্গে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বোমা মেরে ঢাকাকে বিচ্ছিন্ন করতে গিয়ে বিএনপি নিজেরাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আন্দোলনের ডাক দিয়ে নেতারা ঘরের মধ্যে শুয়ে থাকেন। চোরাগোপ্তা হামলা করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তবে আমরা ক্ষমতাসীন দল, আমরা উসকানি দেব না। আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব।’

নড়াইলের মধুমতী নদীর কালনাঘাটে চার লেনবিশিষ্ট সেতুর ভিত্তিপ্রস্তর স্থান পরিদর্শনকালে শনিবার সকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, পেট্রোল বোমা মেরে শিশু, গাড়িচালক, হেলপারসহ সাধারণ মানুষ মারা হচ্ছে। এটা কোনো আন্দোলন নয়। সহিংসতা, আন্দোলন ও নাশকতা কোনো আন্দোলন নয়। এভাবে কত দিন? বিএনপি ও তার মিত্ররা জনগণকে নিয়ে যদি আরব বসন্ত ঘটাতে পারত, তবে সেটা ছিল ভিন্নকথা। সেটা ছিল স্বতঃস্ফূর্ত আন্দোলন। ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকেল ৪টায় মধুমতী নদীর ওপর কালনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ খুলনা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আলী, সওজের নড়াইলের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায়, নড়াইল জেলা প্রশাসক আবদুল গাফফার খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রায়হান কাওসার, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/পি/জানুয়ারি ২৪, ২০১৫)