স্টাফ রিপোর্টার:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের মানুষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা বোমা মেরে মানুষ হত্যা করে তাদের সঙ্গে আলোচনা করলে এটা প্রতিষ্ঠিত হবে যে, গুপ্তহত্যা ও জঙ্গি হামলা করে মানুষ পুড়িয়ে মারলে আলোচনায় যাওয়া যায়।

মন্ত্রী বলেন, কিসের আলোচনা? বিএনপি যা শুরু করেছে, তার প্রতিবাদ করতে দেশের মানুষই এগিয়ে আসবে। আজ শনিবার সকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়া যে নির্দেশ দিয়েছেন তা গুপ্ত ও জঙ্গি হামলার সামিল। আন্দোলনের নামে বিএনপি জঙ্গি হামলা, গুপ্তহত্যা ও মানবতাবিরোধী কাজ করছে। যাত্রীবাহী বাসে বোমা মেরে পুড়িয়ে মানুষ হত্যা করছে। রক্ষা পায়নি আড়াই বছরের শিশুও।

পরিস্থিতি মোকাবিলায় দেশের মানুষ এগিয়ে আসবে। বিদ্যমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় কী? সাংবাদিকদেরে এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, উপায় নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

(ওএস/এসসি/জানুয়ারি২৪,২০১৫)