পেকুয়া(কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের উপর স্থানীয় চাাঁদাবাজ চক্রের হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা বিক্ষোভ সভা ও মিছিল করেছে। ৭ মে সকাল ১১টার দিকে ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তারের সভাপতিত্বে এ কর্মসূচী অনুষ্টিত হয়।

ব্যবসায়ীরা জানান, গত ৬ মে রাত সাড়ে ১১ টার দিকে বারবাকিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমতিয়াজের নেতৃত্বে ৭/৮জন এলাকার চিহ্নিত ক্যডারদের নিয়ে চাঁদার দাবিতে পেকুয়া বাজার ব্যবসায়ী রাশেদের রেস্টেুরেন্টে হামলা চালায়। এতে নগট টাকা লুটসহ দোকানে ভাংচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় পেকুয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একই দিনে রাত ৯টার দিকে উপজেলা যুবলীগের এক নেতার নির্দেশে পেকুয়া ইউনিয়নের রাহাজানি পাড়া এলাকার বিএনপি নেতা আব্বাছ, আবছার, মমতাজ, কাইছার, বেলাল, আবু ছৈয়দ, জসীম, মখার নেতৃত্বে ১০/১২ জন ভাড়াটিয়া সন্ত্রাস নিয়ে বারবাকিয়া ইউনিয়নের ফাঁশয়াখালী এলাকার মাছ ব্যবসায়ী মোহাম্মদ বদির উপর হামলা চালিয়ে নগদ টাকা লুট করে পালিয়ে যায়। ব্যবাসীয়রা জানান, ৬ মে পেকুয়া ইউনিয়নের জালিয়াখালী এলাকার মাছ ব্যবসায়ী মোহাম্মদ ভেট্টুর উপর চাঁদার দাবিতে রাহাজানি পাড়া এলাকার লোকজন চাঁদা না পেয়ে হামলা চালিয়েছে । এতে ভেট্টু গুরুতর আহত হয়েছে। তার চিৎকারে অন্যান্য ব্যবসায়ীরা এগিয়ে আসলে চাঁদাবাজ সিন্ডিকেটরা পালিয়ে যায়। পেকুয়া বাজারে রাহাজানি পাড়া এলাকার চাঁদাবাজ সিন্ডিকেটের প্রতিনিয়ত চাঁদার দাবিতে হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ রেখে প্রতিবাদ সভা করেছে। এতে বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পেকুয়া থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন, ব্যবসায়ীদের অভিযোগ স্থানীয় কয়েকটি চাঁদাবাজ চক্র ব্যবসায়ীদের উপর হামলা করেছে। এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


(এমকেইউ/অ/মে ০৭, ২০১৪)