লোহাগড়া( নড়াইল) প্রতিনিধি:সড়ক পরিহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বাংলাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে দিবে । বোমা মেরে ঢাকাকে বিচ্ছিন্ন করতে গিয়ে বিএনপি নিজেরাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।কিন্তু তারা জনগনকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে পারেনি।

গতকাল শনিবার সকালে নড়াইল-গোপালগঞ্জের মধ্যবর্তী মধুমতি নদীর কালনাঘাটে প্রস্তাবিত মধুমতি সেতু এলাকা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরো বলেন, এই অবরোধের আগে দেশের জনগণ কেমন ছিল, আর এখন কেমন আছে তা আপনারাই জানেন। আজকের এই উদ্বেগ- উৎকন্ঠা অবরোধের আগে ছিল না। এখন পেট্রোল মেরে মানুষ পুড়িয়ে হত্যা করছে জনগণই তার জবাব দেবে।

সেতু মন্ত্রী যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে বলেন, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটছে। পদ্মা সেতুর কাজ শুরু হয়ে গিয়েছে।

তিনি কালনা সেতু নির্মাণ প্রসঙ্গে বলেন, এটা হলো পদ্মাসেতুর লিংক সেতু। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে যোগাযোগের জন্য এই সেতুটির ব্যাপক গুরুত্ব রয়েছে। জাইকার অর্থায়নের কারনে কাজটি আরো ভাল হবে। পদ্মাসেতু হওয়ার পরেই এই সেতুর গুরুত্ব অনেক বেড়ে যাবে।

আজ বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলে তিনি জানান। পরিদর্শনকালে নড়াইল ও গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ নের্তৃবৃৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সড়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য নড়াইল, যশোর, সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকার সাথে পদ্মা সেতুর সংযোগের লক্ষ্যে কালনা ফেরীঘাটে জাইকার অর্থায়নে তিনশ’ কোটি টাকা ব্যায়ে প্রায় ৭শত মিটার দৈর্ঘ সেতুটি নির্মাণ করা হবে।

(আরএম/এসসি/জানুয়ারি২৪,২০১৫)