দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে দেবেশ চন্দ্র রায় (৪৫) নামে এক নকল ওষুধ কারখানা মালিককে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের অধিনায়ক মেজর খালিদ ইবনে হোসেন জানান, বুধবার রাত সাড়ে ১০টায় শহরের বড়বন্দর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের নেতৃত্বে র‌্যাবের একটি দল নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালায়।

এ সময় বিভিন্ন প্রকার নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই কারখানার মালিক দেবেশ চন্দ্র রায়কে আট মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত দেবেশ চন্দ্রকে দিনাজপুর জেলা কারাগারে পাঠান হয়েছে বলেও জানান ওই র‌্যাব কর্মকর্তা।

(ওএস/এইচআর/মে ০৮, ২০১৪)