আগামী ১৫ এপ্রিল মঙ্গলবার পূর্ণ চন্দ্র গ্রহণ ঘটবে। বাংলাদেশ মান সময় বেলা ১টা ৬ মিনিট ১৮ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়ে বেলা ২টা ২৫ মিনিটে শেষ হবে।

সর্বোচ্চ গ্রহণ বেলা ১টা ৪৫ মিনিট ৩৬ সেকেন্ডে ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১ দশমিক ২৯৬। তবে বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না।

বুধবার আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

দক্ষিণ আমেরিকার পেরুর এলসিরা রিজার্ভ ফরেস্টের উত্তর দিকে আগামী ১৪ এপ্রিল স্থানীয় মান সময় রাত ১১টা ৫৪ মিনিট ১ সেকেন্ডে চাঁদ প্রথমবারের মতো উপচ্ছায়ায় প্রবেশ করবে।

অন্যদিকে, দক্ষিণ আমেরিকার পেরুর পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আগামী ১৫ এপ্রিল স্থানীয় মান সময় রাত ১২টা ৫ মিনিট ২৯ সেকেন্ডে চাঁদ শেষবারের মতো উপচ্ছায়া হতে বের হয়ে আসবে। দক্ষিণ আমেরিকার পেরুর পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আগামী ১৪ এপ্রিল স্থানীয় মান সময় রাত ১১টা ৫৬ মিনিট ১১ সেকেন্ডে চাঁদ প্রথমবারের মতো প্রচ্ছায়ায় প্রবেশ করবে।

এছাড়া পেরুর পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আগামী ১৫ এপ্রিল স্থানীয় মান সময় রাত ১২টা ৩ মিনিট ১৮ সেকেন্ডে শেষবারের মতো প্রচ্ছায়া হতে বের হয়ে আসবে। পেরুর পশ্চিমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আগামী ১৫ এপ্রিল স্থানীয় সময় রাত ১২টা শূন্য মিনিট ৫৯ সেকেন্ডে চাঁদের কেন্দ্রীয় গ্রহণ আরম্ভ হবে।

অন্যদিকে, পেরুর পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আগামী ১৫ এপ্রিল স্থানীয় মান সময় রাত ১২টা ১ মিনিট ৫ সেকেন্ডে চাঁদের কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত পশ্চিম সামোয়া দ্বীপপুঞ্জের পূর্বদিকে আগামী ১৪ এপ্রিল স্থানীয় মান সময় রাত ১১টা ৫৯ মিনিট ৪৬ সেকেন্ডে চাঁদের সর্বোচ্চ গ্রহণ ঘটবে।

(ওএস/এটি/এপ্রিল ০২, ২০১৪)