কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলার ভেড়ামারায় খাদ্যে বিষক্রিয়ায় পূর্ব ভেড়ামারা ফোরকানিয়া ও মা খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার ৫৪ শিক্ষার্থী অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে বমি, পাতলা পায়খানা ও পেটে ব্যথা নিয়ে একযোগে তারা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

ওই মাদ্রাসার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হাসান আব্দুল্লাহ জানান, ভেড়ামারার দ্যা মেডি এইস ডায়াগনষ্টিক সেন্টারের মালিক ডা. আব্দুর রাজ্জাক বুধবার দুপুরে ওই মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ করান। পোলাও গরুর গোশত ও মাছ দিয়ে আপ্যায়ন শেষে শিক্ষার্থীদের দই-মিষ্টি খাওয়ানো হয়।

তিনি জানান, ওই খাবার খাওয়ার পর থেকে মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থীর মধ্যে ৫৪ জনই অসুস্থ্য হয়ে পড়ে। পেটে ব্যথা, পাতলা পায়খানা ও বমি বমি ভাব অনুভব করলে বুধবার রাত সাড়ে ৮ টার দিকে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. আমিরুল ইসলাম জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে এমনটি হতে পারে। তাদের তাৎক্ষনিক চিকিৎসা দেয়ায় অনেকটাই সুস্থ অনুভব করছে। অনেকেই ইতিমধ্যেই হাসপাতাল ছেড়েছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ভেড়ামারা পৌর মেয়র শামীম উল ইসলাম ছানা হাসপাতালে অসুস্থ্য শিক্ষার্থীদের দেখতে যান এবং ঘটনার সত্যতা স্বীকার করেন।

(ওএস/এইচআর/মে ০৮, ২০১৪)