যশোর প্রতিনিধ : বাংলা সাহিত্যে সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মেঘনাদবধের স্রষ্টা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯১তম জন্মবার্ষিকী রবিবার (২৫ জানুয়ারি ও বাংলা ১২ মাঘ ১২৩০)।

১৮২৪ সালের এই দিনে তৎকালীন যশোরের সাগরদাঁড়ির তীরে এক সম্ভ্রান্ত সনাতন পরিবারে জন্ম নেন এই অমর সাহিত্যিক।
এ উপলক্ষে শুক্রবার ২৩ জানুয়ারি রাতে সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন করা হয়েছে।

মধুমঞ্চে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, সংসদ সদস্যসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

২৫ জানুয়ারি কবির জন্মদিন হলেও ২ ফ্রেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষার কারণে দুইদিন এগিয়ে আনা হয় মেলা।

মধুমেলায় আগত দর্শকদের জন্য প্রতিদিন সন্ধ্যায় মধুমঞ্চে আলোচনা সভা ও উন্মুক্ত যাত্রা, কৃষি মেলার আয়োজন করা হয়েছে।

এছাড়া বেসরকারি পৃষ্ঠপোশাকতায় যাত্রা, সার্কাস, নাগদোলা, ভ্যারাইটি শো, মোটরসাইকেল রেস, নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।

মেলা উপলক্ষে কয়েক হাজার দোকানপাট বসেছে। সারাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও মেলাকে ঘিরে সব ধরণের নাশকতা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।

১৮৭৩ সালের ২৯ জুন ভারতের আলিপুর জেনারেল হাসপাতালে মৃত্যু হয় এ কালজয়ী কবির। কলকাতার মল্লিকপুরে খ্রিস্টধর্মীয় মতে সমাহিত করা হয় তাকে।

(ওএস/পিবি/জানুয়ারি ২৫, ২০১৫)