সোনাইমুড়ী (নোয়াখালী)  প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীর পালপাড়া গ্রামে শনিবার রাতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে নুপুর (২৫) নামে এক মহিলাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এঘটনার জের ধরে খুনি তারেকের (২৮) বসত ঘরে আগুন দিয়ে জালিয়ে দিয়েছে এলাকা বাসী।

স্থানীয় সুত্রও পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পালপাড়া গ্রামের আব্দুল বারেকে সাথে তার অপর সহদর আব্দুস সোবাহানের জামজমা সংক্রান্ত বিরোধের জেরধরে মালামারীর ঘটনা ঘটে। এসময়ে ছোবাহানের,পুত্র তারেক মিলে আব্দুস বারেকে কন্যা নুপুরকে পিটিয়ে গুরতর জ্বখম করে। স্থানীয়রা আহত নুপুরকে উদ্ধার কোরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় নুপুরের মৃত্যু হলে স্বজনরা রাতেই হাসপাতাল থেকে মৃতদেহ বাড়ীতে নিয়ে নিয়ে আসে। রবিবার সকালে এলাকা বাসী জড়ো হয়ে খুঁনি আব্দুস সোবাহানের ঘরে আগুন দিয়ে জালিয়ে দেয়। সংবাদ পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমীক সুরত হাল তৈরি করে ময়না তদন্দে জন্য নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। পুলিশের এস.আই. মাসুদুর রহমান জানায় নিহতের শরিরের বিভন্ন স্থানে, মাথায় জ্বখমের চিহ্ন রয়েছে। প্রাথমীক ধারনা করা হচ্ছে মাথায় আঘাতের কারনে তার মৃত্যু হয়েছে। নিহত নুপপুর নয় নম্বর দেওটি ইউনিয়নের পাটোয়ারী বাড়ীর মধ্যেপ্রাচ্য প্রবাশী আহছান উল্যার স্ত্রী। হত্যা কান্ডের সাথ জড়িত কাউকে আটক কোরতে পানী পুলিশ। এপিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পিতা আব্দুল বারেক বাদী হয়ে তারেক তারপিতা আব্দুস সোবাহনের বিরদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে ।
(এনএ/পিবি/জানুয়ারি ২৫,২০১৫)