কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে ২০ দলের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিনে জেলা বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ। নাশকতার আশঙ্কায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার সকাল ১০টায় কুষ্টিয়া শহরে দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নেতৃত্বে মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়।
একই সময়ে মজমপুর গেট থেকে নেতাকর্মীরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে আলাদা দু’টি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতেও বাধা দেয়। পরে পৃথক সমাবেশে বক্তব্য রাখে নেতৃবৃন্দ।
এদিকে নাশকতার আশঙ্কায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ দুইজন এবং ভেড়ামারা থানা পুলিশ একজন বিএনপি কর্মীকে আটক করেছে।
এছাড়াও হরতালে সকাল থেকেই কুষ্টিয়া থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক জানান, নাশকতার আশঙ্কায় পুলিশ মিছিলে বাধা দিয়েছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
(কেকে/পিবি/জানুয়ারি ২৫,২০১৫)